Image description

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মোট ১৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৮৯১ জন বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই অভিযানে একটি বিদেশি পিস্তল, তিনটি পুরোনো রিভলবার, চারটি ম্যাগজিন এবং ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।