Image description

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা পাওয়া গেছে। শনিবার (৩০ আগস্ট) রাত পৌনে ৮টায় টাকা গণনা শেষে এই তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত। এছাড়া দানবাক্সগুলোতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

এর আগে সকালে মসজিদের ১৪টি দানবাক্স খোলা হয় এবং এতে ৩২ বস্তা টাকা পাওয়া যায়। এরপর মসজিদ কমপ্লেক্সের দোতলায় প্রায় ৫০০ মানুষের অংশগ্রহণে টাকা গণনার কাজ শুরু হয়।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল মসজিদের ১১টি দানবাক্স থেকে রেকর্ড ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার ৬৮৭ টাকা পাওয়া গিয়েছিল।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, দানবাক্সের এই অর্থ মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নামে একটি আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। এই কমপ্লেক্স নির্মিত হলে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।