Image description

মাদারীপুরের কালকিনি পৌরসভার পশ্চিম পাঙ্গাশিয়া গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে চেতনানাশক দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সোহাগ শিকদারের (৪০) বিরুদ্ধে। ঘটনার পর শিশু ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে পলাতক রয়েছেন অভিযুক্ত।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে সোহাগ শিকদার শিশুটিকে তার ঘরে ডেকে নেন। সেখানে নাকের সামনে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তৃতীয় শ্রেণির এই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। প্রায় তিন ঘণ্টা পর জ্ঞান ফিরলে শিশুটিকে ঘটনা কাউকে জানালে পরিবারসহ হত্যার হুমকি দেওয়া হয়। রোববার (৩১ আগস্ট) দুপুরে শিশুটির প্রচুর রক্তক্ষরণ শুরু হলে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বিকেলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত সোহাগ শিকদার পলাতক রয়েছেন এবং তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।