
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার খলিশাকুণ্ডু গ্রামে প্রবাসী যুবক রুবেল হোসেনের মৃত্যুদেহ পৌঁছেছে। শনিবার সকালে মরদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। রুবেল ওই গ্রামের মানোয়ার হোসেনের ছেলে।
স্বজনদের তথ্য অনুযায়ী, সুখের আশায় গত রমজানের শুরুতে রুবেল সৌদি আরব প্রবাসী হন। দুই সন্তানের জনক রুবেলের অকাল মৃত্যুতে পরিবারে হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা নেমে এসেছে।
রুবেলের শ্যালক আরাফাত হোসেন জানান, গত ১৬ আগস্ট রুবেলের সহকর্মী, ঝিনাইদহের শৈলকূপার প্রবাসী গোলাম মোওলা ফোন করে জানান, রুবেল অসুস্থ। পরদিন ১৭ আগস্ট সকাল ১০টায় তার মৃত্যুর সংবাদ পাওয়া যায়। আরাফাত আরও বলেন, “এনজিও থেকে ঋণ করে পরিবারের সব খরচ বহন করে দুলাভাইকে বিদেশ পাঠিয়েছিলাম।”
Comments