
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকে সাময়িকভাবে স্থগিত হওয়া ফজলুর রহমান অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি দাবি করেছেন, ড. ইউনূসের সঙ্গে জামায়াতের ‘রাতের যোগাযোগ’ রয়েছে এবং ‘প্র্যাক্টিক্যালি জামায়াতই দেশ চালাচ্ছে’।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা প্রেস নামে একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, “ড. ইউনূসের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না। তার নিজস্ব দল এনসিপি এবং জামায়াতের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। জামায়াত ব্যাংক, শেয়ার মার্কেট ও অর্থনীতি দখল করে ফেলেছে। এসপি-ডিসি থেকে সচিব পর্যন্ত তাদের ইশারায় পরিবর্তন হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “দেশ এখন স্বাধীনতাবিরোধী শক্তির হাতে বন্দি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা বলা কঠিন হয়ে পড়ছে।” বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, “৮৭ বছর বয়সী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা অপমানজনক। এর পেছনে একটি কালো শক্তি কাজ করছে। বিএনপি যত তাড়াতাড়ি এটা বুঝবে, ততই মঙ্গল।”
দেশবাসীর উদ্দেশে ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে একাত্ম হন। দেশ এখন পূর্ব পাকিস্তানের মতো হয়ে গেছে।” তিনি জানান, তিন মাসের স্থগিতাদেশের পরও তিনি বিএনপিতেই রয়েছেন এবং ভবিষ্যতে দলে ফিরতে পারেন।
Comments