Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি'র বিরুদ্ধে মেধা-বৃত্তি পরীক্ষা'র নামে শিক্ষার্থীদের মাইজভান্ডারি আকিদার বই পাঠদানের অভিযোগে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে জনতা। 
শুক্রবার (২৯ আগস্ট) জুম্মা শেষে অরুয়াইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসলমান কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। 
ক্ষুব্ধ জনতার দাবি, প্রধান শিক্ষক শেখ সাদি পরিকল্পিতভাবে মেধা বৃত্তি পরীক্ষা'র নামে মাইজভান্ডারি আকিদার বই পাঠদানের মাধ্যমে কুফরি ও বেদআত ছড়িয়ে দিয়েছে। যা ইসলাম বিরোধী ও ন্যাক্কারজনক। ইসলাম বিরোধী কাজে লিপ্ত থাকায় দ্রুত শেখ সাদি'কে অপসারণ করার পাশাপাশি জনসম্মুখে তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে। 
এদিকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের শুরুতে নিজের বক্তব্যে অরুয়াইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ বলেন, শেখ সাদি কয়েকজন আলেমের উপস্থিতিতে তওবা করে অপরাধের জন্যে অনুতপ্ত হয়েছে। এছাড়াও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেমদের সমন্বয়ে বিষয়টি নিষ্পত্তি'র উদ্যোগ নিয়েছে। সেই পর্যন্ত সকলে ধৈর্য ধারণ করুন। 
তবে এ প্রস্তাবে অনীহা প্রকাশ করেছে আন্দোলনরত সাধারন মানুষ। জনতার সামনে ক্ষমা চাওয়া ও অপসারণের দাবিতে অটল তারা। 
প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, অরুয়াইল বাজারে জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশীদ, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা অলিউল্লাহ, অরুয়াইল ইউনিয়ন যুবদলের আহবায়ক হাজ্বী আজিজ, হাজ্বী বাবুল মিয়া, মওলানা মোশারফ হোসেন, ব্যবসায়ী জুনায়েদ মিয়া ও আব্দুল আজিজ প্রমুখ।