Image description

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে মহানগরীর বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে এ সভা চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টায় সভা শুরু হয়। রাত ৯টার দিকে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শেষে দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদুজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদকে মঞ্চে ডাকেন।

এ সময় একাংশের নেতাকর্মীরা তার উপস্থিতির প্রতিবাদ জানিয়ে “চাঁদাবাজ কেন মঞ্চে” বলে স্লোগান দিতে থাকেন। অন্য পক্ষ পালটা প্রতিক্রিয়ায় উত্তেজিত হলে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হন কেন্দ্রীয় নেতারা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। তারা দুই পক্ষকে শান্ত করতে না পেরে সভাস্থল ত্যাগ করেন।