চাঁদা না দেয়ায় গণঅধিকার নেতার হামলায় ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

পটুয়াখালীর দুমকিতে চাঁদা দাবিতে গণঅধিকার পরিষদের আহ্বায়কের নেতৃত্বে এক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুরাদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান মাতৃত্বকালীন ভাতার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোনায়েম মুন্না জহিরের নেতৃত্বে ৭-৮ জন উচ্ছৃঙ্খল যুবক কক্ষে ঢুকে তার ওপর হামলা চালায়। তারা চর-থাপ্পর, কিল-ঘুষি মেরে তাকে টেনে বাইরে নিয়ে যায় এবং বেধড়ক মারধর করে। কর্মকর্তা-কর্মচারীদের ভিড় জমলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান অভিযোগ করেন, মুন্না জহির কয়েকদিন ধরে দল চালানোর খরচের জন্য চাঁদা দাবি করছিলেন। অস্বীকৃতি জানালে এ হামলা চালানো হয়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করে থানায় অভিযোগ করবেন বলে জানান।
অভিযুক্ত মুন্না জহির বলেন, ‘অভিযোগ থাকলে আমাকে দিন, তারপর বক্তব্য দেব।’
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments