Image description

রাজধানীর উত্তরায় একটি কাপড়ের দোকানের ট্রায়াল রুমে গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ এনেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান।

ইরফান সাজ্জাদ তার পোস্টে উল্লেখ করেন, উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট–২ এর বিপরীতে অবস্থিত একটি কাপড়ের শোরুমের ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরা বসিয়ে মেয়েদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। তার পরিচিত এক তরুণী এই ঘটনার শিকার হয়েছেন।

তিনি জানান, ট্রায়াল রুমে প্রবেশ করে ওই তরুণী সিসি ক্যামেরা দেখতে পান এবং তৎক্ষণাৎ দোকান মালিককে বিষয়টি জানান। তখন মালিক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং তরুণীকে আটকে রাখার চেষ্টা করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের মোবাইল ফোন থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে। ইরফান সাজ্জাদ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। তিনি বলেন, "চারপাশে সব ভদ্র চেহারার মানুষই ভদ্র নয়, অনেকেই নরপিশাচ।"

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে ইরফান সাজ্জাদ ওই দোকানের নাম প্রকাশ করেননি, কারণ হিসেবে তিনি বলেন, দোকানটির কোনো সাইনবোর্ড নেই।