Image description

কারাগারকে সংশোধনের কেন্দ্র হিসেবে আরও বেশি গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জেল-এর নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করার পর মঙ্গলবার বকশিবাজারে কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এই তথ্য জানান।

তিনি আরও জানান, জনবল সংকট কাটিয়ে উঠতে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে এবং আরও দেড় হাজার জনবলের চাহিদা পাঠানো হয়েছে। 

এছাড়া, বন্দিদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বন্দিরা মাঝে মাঝে সরাসরি তাকেও ফোন করে থাকেন।