Image description

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি শিগগিরই না থামে, তাহলে আগামী দু’সপ্তাহের মধ্যে উচ্চমাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয়ই আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই আল্টিমেটাম দিয়েছেন তিনি।

সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, “এ ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনাই নয়, এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর ওপরেই আমি খুশি নই।”

ট্রাম্প বলেন, “যদি দু’সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে, সেক্ষেত্রে আমাকে (রাশিয়ার বিষয়ে) একটা সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ। এটা উচ্চমাত্রার শুল্ক, অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়েই হতে পারে।”

প্রসঙ্গত, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানকে অগ্রাধিকার দেবেন বলে ঘোষণা করেন ট্রাম্প। সেই অনুযায়ী গত আট মাস ধরে এই যুদ্ধ থামাতে চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তিনি।