Image description

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, এবং এ লক্ষ্যে আদর্শ চরিত্রবান মানুষ তৈরি করা তাদের অন্যতম কর্মসূচি।

শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলায় আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জেলা মিডিয়া সম্পাদক আবু সাইদ মুন্না এবং রূপগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা।

মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষ প্রয়োজন, আর সোনার মানুষ তৈরি করতে ইসলামের সোনালী আদর্শ প্রয়োজন।” তিনি ইসলামের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে নিজেদেরকে প্রস্তুত করার আহ্বান জানান।

শিবিরে আলোচনা পেশ করেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মোহাম্মদ আলী খান, রূপগঞ্জ উপজেলা উত্তরের আমীর মাহফুজুল ইসলাম মজিদ, রূপগঞ্জ পশ্চিম থানা আমীর মাওলানা ফারুক আহমেদ, মুহাম্মদ আনিসুর রহমান, আবু হানিফ ভূইয়া, মুহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ।