Image description

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী কোনো কলেজ পায়নি। এর মধ্যে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী রয়েছেন ৫ হাজার ৭৬৫ জন। অন্যদিকে, দেশের ৩৭৮টি কলেজে ভর্তির জন্য একজনও আবেদন করেনি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৮ হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয়ভাবে ভর্তি কার্যক্রম চলছে। প্রথম ধাপে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী আবেদন করেছিল, যার মধ্যে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, যারা প্রথম ধাপে কলেজ পায়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রয়েছে এবং পর্যাপ্ত আসনও আছে। তারা শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদনে নতুন কিছু পছন্দের কলেজ যোগ করার এবং ১০টি পছন্দক্রম পূরণ করার পরামর্শ দিয়েছে।