
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা সরকারবাড়ী বাজার এলাকায় মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্যরাতে আসিকুর রহমান (২৭) নামে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠায় কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসিকুর রহমান ঢাকার ভাটরা থানার কুড়িল বিশ্বরোড এলাকার আতিকুল ইসলামের ছেলে। তিনি কালিয়াকৈরের কালামপুর এলাকায় কাশেমের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, আসিকুর দীর্ঘদিন ধরে এলাকায় ছিনতাই ও মাদক বেচাকেনাসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগে এলাকাবাসী তাকে তাড়িয়ে দিয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে তিনি সরকারবাড়ী বাজারে একটি বন্ধ চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের বলেন, ‘এলাকাবাসী এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। তার বিরুদ্ধে মাদক বেচাকেনা, চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। মামলা দায়ের করে তাকে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
Comments