সোনারগাঁয়ে জলাবদ্ধতায় ৩০ হাজার মানুষ পানিবন্দি, সীমাহীন দুর্ভোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে পানি দূষিত হওয়ায় পানিবাহিত রোগ, বিশুদ্ধ পানির সংকট, এবং চলাচল ও জীবিকার সংকটে জনজীবন বিপর্যস্ত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সাদিপুর ইউনিয়নের ভারগাঁও, বাটপাড়া, কাজিপাড়া, দরগাবাড়ী, খিদিরপুরসহ ১০টি গ্রামে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। বেড়িবাঁধের পানি নিষ্কাশন না হওয়ায় রাস্তাঘাট, ফসলি জমি ও বাড়ির উঠান তলিয়ে গেছে। অনেকের বসতঘরে পানি ঢুকে পড়ায় তারা আশ্রয় নিয়েছেন অন্যত্র। হাঁটু পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানান, খাল বেদখল ও ভরাট হওয়ায় প্রতি বর্ষায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক বৃদ্ধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ঠিকমতো খেতে পারছি না, চলাচল বন্ধ। এভাবে চললে না খেয়ে মরতে হবে। ত্রাণ এলেও বেশিরভাগ মানুষ তা পায় না।”
এক যুবক বলেন, “প্রতি বছর বর্ষায় বেড়িবাঁধের মানুষ পানিবন্দি হয়। দরিদ্র পরিবারগুলো খাবার সংকটে পড়েছে। আমরা এ সমস্যা থেকে চিরতরে মুক্তি চাই।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান মানবকণ্ঠকে বলেন, পানি নিষ্কাশনের জন্য পাঁচটি পাম্প রয়েছে। তার মধ্যে দুটি পাম্প অচল, তিনটি সচল। তবে দুইটি ঠিক করা হচ্ছে। আশা করছি ভবিষ্যতে আর কোনো বছর এ সমস্যায় পড়তে হবে না। পানিবন্দি যারা দরিদ্র তাদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া আমরা সার্বক্ষিণিক তাদের যোগাযোগ রাখছি।
Comments