Image description

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এই লক্ষ্য পূরণের জন্য ইইউ নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে। মঙ্গলবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকের পর বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই ঘোষণা দেন।

মাইকেল মিলার জানান, ইইউ বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং এ লক্ষ্যে সেপ্টেম্বরে একটি বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল ঢাকায় আসবে। তিনি বলেন, “গণতান্ত্রিক নির্বাচনের জন্য ইইউ সহায়তা করবে। গণতন্ত্রের সঙ্গে সবসময়ই আছে ইইউ।”

তিনি আরও বলেন, ইইউ নির্বাচন কমিশন এবং সুশীল সমাজের সঙ্গে কাজ করবে যাতে নির্বাচন-সংক্রান্ত শিক্ষা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া, নির্বাচনে গুজব ও ডিজিটাল সমস্যা মোকাবিলায়ও ইইউ কাজ করবে।

এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের এই বৈঠক অনুষ্ঠিত হয়।