Image description

ভারতের রাজস্থানের মেয়ে মনিকা বিশ্বকর্মা মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এ বছর জয়পুরে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ইন্ডিয়ার গ্র্যান্ড ফাইনালে বিজয়ীর মুকুট জিতে তিনি এই সুযোগ অর্জন করেছেন। মিস ইউনিভার্সের এবারের আসরটি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে জয়পুরে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪৮ জন প্রতিযোগী অংশ নেন। মনিকা তার আকর্ষণীয় উপস্থিতি, সৌন্দর্য, আত্মবিশ্বাস এবং সুনিপুণ প্রতিভায় সবাইকে পেছনে ফেলে শিরোপা জিতে নেন। এই আসরে প্রথম রানারআপ হয়েছেন তানয়া শর্মা।

জয়পুরের সিতাপুরায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে বিচারক হিসেবে ছিলেন মিস ইউনিভার্স ইন্ডিয়ার কর্ণধার নিখিল আনন্দ, অভিনেত্রী উর্বশী রাউতেলা এবং চলচ্চিত্র নির্মাতা ফারহাদ সামজি। নিখিল আনন্দ জানান, জয়পুরকে বেছে নেওয়ার কারণ হলো এই শহরের শিল্প ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা।

এই সাফল্যের মাধ্যমে মনিকা বিশ্বকর্মা আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্ব অর্জন করা ভারতীয় সুন্দরীদের তালিকায় যুক্ত হলেন।