Image description

যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খান এবার প্রথমবারের মতো কানাডার মন্ট্রিয়েলে আয়োজিত ফোবানা সম্মেলনে পারফর্ম করতে যাচ্ছেন। আগামী ২৯-৩১ আগস্ট তিন দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং ৩১ আগস্ট জায়েদ খান সেখানে পারফর্ম করবেন।

কানাডার মন্ট্রিয়লে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের জন্য এটি একটি বড় আয়োজন। এর আগে জায়েদ খান কানাডার ক্যালগরিতে পারফর্ম করলেও মন্ট্রিয়েলে এই প্রথম তিনি কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। জায়েদ খান বলেন, “২৯তম ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এতে অংশগ্রহণ করা সম্মানের।” তিনি আরও জানান, এই সম্মেলনে অনেক নামকরা শিল্পী অংশ নেবেন, যেখানে গান, নাচ ও আড্ডা হবে।

উল্লেখ্য, গত বছর জুলাই থেকে জায়েদ খান নিউইয়র্কে আছেন এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করছেন। পাশাপাশি তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত একটি বাংলা সংবাদপত্রে উপস্থাপকের দায়িত্বও পালন করছেন।