উপবৃত্তি থেকে বাদ পড়ছে বিবাহিত, অনুপস্থিত ও কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা

সরকার এখন থেকে কঠোরভাবে উপবৃত্তি কার্যক্রম পরিচালনা করবে, যার ফলে বিবাহিত, অনুপস্থিত এবং পরীক্ষায় কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা আর উপবৃত্তির আওতায় থাকবে না। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে এবং আগামী ৩১ আগস্টের মধ্যে অযোগ্য শিক্ষার্থীদের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
অযোগ্যতার মানদণ্ড ও কার্যকর করার প্রক্রিয়া-
২০২৫ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম এবং একাদশ শ্রেণির যেসব শিক্ষার্থী নিচের যেকোনো একটি মানদণ্ড পূরণে ব্যর্থ হবে, তাদের উপবৃত্তি বন্ধ করে দেওয়া হবে:
৪৫ শতাংশের কম নম্বর: বার্ষিক বা সমমানের পরীক্ষায় মোট নম্বরের ৪৫ শতাংশের কম পেলে।
৭৫ শতাংশের কম উপস্থিতি: ক্লাসে ৭৫ শতাংশের কম উপস্থিত থাকলে।
বিবাহিত: বিবাহিত শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য অযোগ্য বিবেচিত হবে।
অন্যান্য: অন্য যেকোনো কারণে অযোগ্য বিবেচিত হলে।
এই কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অযোগ্য শিক্ষার্থীদের তালিকা থেকে বাদ দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এর জন্য দায়ী করা হবে।
যেভাবে শিক্ষার্থীদের বাদ দেওয়া হবে-
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের hsp.pmeat.gov.bd/HSP-MIS/login লিংকে প্রবেশ করে তাদের তালিকা থেকে অযোগ্য শিক্ষার্থীদের তথ্য নিষ্ক্রিয় করতে হবে। সেখানে ‘শিক্ষার্থী স্ট্যাটাস পরিবর্তন’ অপশনে গিয়ে শিক্ষার্থীর নামের পাশে থাকা কলম আইকনে ক্লিক করে ‘নিষ্ক্রিয়’ নির্বাচন করতে হবে। এরপর মন্তব্যের ঘরে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে তা সংরক্ষণ করতে হবে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই পরিবর্তনের প্রয়োজন নেই।
Comments