
পটুয়াখালীর বাউফল উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যাত্রীরা অভিযোগ করেছেন যে, গলাচিপা ও দশমিনার বাসগুলোতে একজন চালককে দিনে-রাতে দুইবার গাড়ি চালাতে বাধ্য করা হয়, যার ফলে এই রুটে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো হবে।
Comments