
অভিনেত্রী সামিরা খান মাহি মন্তব্য করেছেন যে, বাংলাদেশের বেশিরভাগ পুরুষ 'সেক্সুয়ালি হতাশাগ্রস্ত'। তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। অনেকেই তাকে পর্নোতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন।
শুক্রবার একটি সাক্ষাৎকারে মাহি বলেন, “সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।” তিনি জানান, একটি নাটকের চরিত্রের জন্য চশমা পরা ছবি পোস্ট করার পর কিছু মানুষ তাকে মিয়া খলিফার সঙ্গে তুলনা করে নেতিবাচক মন্তব্য করেছেন।
মাহি বলেন, একজন শিল্পী বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করতে পারেন, এবং এটি নিয়ে মানুষ নানান মন্তব্য করতেই পারে। কিন্তু এই ধরনের 'স্টুপিডিটি' ও 'অসভ্যতা' মেনে নেওয়া যায় না। তিনি মনে করেন, এই ধরনের তুলনা নেতিবাচক উপায়ে করা হচ্ছে, এবং এখানেই তার আপত্তি।
এর আগে তার গায়ের রঙ ও পোশাক নিয়েও সমালোচনা করা হয়েছিল বলে মাহি উল্লেখ করেন। তিনি বলেন, “সে অন্য রকম, তার একটা পেশা আছে, তার জীবন আলাদা—সে জীবনে সে কী করবে, না করবে, এটা একান্ত তার সিদ্ধান্ত।” তার সঙ্গে মিয়া খলিফার তুলনা করাটা তার কাছে সমস্যা নয়, তবে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে এই তুলনা করাটাই তার আপত্তির কারণ।
Comments