Image description

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অবৈধ অনুপ্রবেশের পর আটক ও মারধরের শিকার বাংলাদেশি যুবক আকরাম মারা গেছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে গত সোমবার রাতে দক্ষিণ গারো পাহাড়ের মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আকরামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী উপজেলায়। সোমবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহেশখোলা সীমান্তের ওপারে মারধরের পর গ্রামবাসীরা তাকে পুলিশের হাতে তুলে দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মেঘালয়ে গেল চার দিনে আকরামসহ ছয় বাংলাদেশি আটক হয়েছেন।। তাদের মধ্যে তিন জনকে রিমান্ডে নিয়েছে  পুলিশ। দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের গ্রুপে আট বাংলাদেশি ছিলেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে মেঘালয় পুলিশ। 

ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় অনুপ্রবেশ এবং এক আদিবাসী যুবকের ওপর হামলায় অভিযুক্ত হিসেবে আটক হয়েছিলেন আকরাম। সোমবার বিকেলে খনজয় এলাকার কৈঠাকোণা গ্রামের একটি বন থেকে তাকে আটক করা হয়। আকরাম জনতার মারধরে গুরুতর আহত হন। 

দক্ষিণ-পশ্চিম খাসি পাহাড়ের পুলিশ সুপার বানরাপলাং জিরওয়া বলেন, গ্রামবাসীরা আহত আকরামকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। সোমবার রাতে তাকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মঙ্গলবার মরদেহ মওকিরওয়াট সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।