
সরকারের আশ্বাসে বুধবার সারা দিন অবরোধ করার পর অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে মাধ্যমিক শিক্ষকরা। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ও শতভাগ উৎসব ভাতা এবং এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন।
শিক্ষকদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো তুলে ধরে। প্রায় দেড় ঘণ্টার বৈঠকের পর উপদেষ্টার আশ্বাসে শিক্ষকরা সড়ক অবরোধ তুলে নেন। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন।
উল্লেখ্য, শিক্ষকদের পূর্বঘোষিত পদযাত্রা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছিল।
Comments