Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ফকিরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী ও শিশুসহ ৮ জনকে পুশইন করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার ৩৬২ নম্বর পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করে।

আটকৃতরা হলেন: নেত্রকোনার আটপাড়া বিষ্ণুপুর গ্রামের জবেদ আলীর মেয়ে জোসনা আক্তার (৩২), যশোরের কোদলিয়া বটতলা গ্রামের আকমল শেখের স্ত্রী সাবানা শেখ (৩৫), একই গ্রামের আকমল শেখের ছেলে হাসনেন শেখ (১২) ও হোসেন শেখ (১৪), মৃত বাবুল শেখের স্ত্রী করিনা শেখ (৪০), জামালপুরের চকপাড়া গ্রামের আব্দুল হকের স্ত্রী মনোয়ারা বেগম (৬০), একই গ্রামের আব্দুল হকের ছেলে সালমান শেখ (২৮) এবং ইসলামপুরের ফুলকান্দি মধুপাড়া গ্রামের মৃত তোতা শেখের কন্যা আছিয়া বেগম (২৫)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সীমান্তে ৮ জনকে বিজিবি আটক করেছে বলে তিনি শুনেছেন। তবে দুপুর পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।