কুড়িগ্রামে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণে জনস্বাস্থ্য উন্নয়ন

বিশ্ব ব্যাংকের অর্থায়নে কুড়িগ্রামের ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৬ হাজার ৪৮৮টি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ কাজ চলছে। গ্রামীণ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় এ উদ্যোগ স্বাস্থ্যবিধি, রোগ প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়নে ৩ হাজার ২০৬টি ল্যাট্রিন নির্মাণ সফলভাবে এগিয়ে চলেছে। উপকারভোগীরা জানান, এ প্রকল্প তাদের জীবনমান উন্নত করবে এবং মফস্বল ও চরাঞ্চলের হতদরিদ্র পরিবারের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হারুনুর রশিদ বলেন, “গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে।”
Comments