
কাপ্তাই হ্রদে পানির স্তর নিয়ন্ত্রণে আসায় এবং বৃষ্টিপাত কমে যাওয়ায় এক সপ্তাহ পর কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, হ্রদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত না হওয়ায় সকাল ৮টায় পানি ছাড়া বন্ধ করা হয়।
প্রকৌশলী মাহমুদ হাসান আরও জানান, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৭.৫ ফুট মিন সি লেভেল। বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং বর্তমানে সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
Comments