
ভারত ও পাকিস্তানের নৌবাহিনী ১১ ও ১২ আগস্ট আরব সাগরে প্রায় একই সময়ে পৃথক নৌ মহড়া পরিচালনা করবে। সামরিক সংঘাতের তিন মাস পর দুই প্রতিবেশী দেশের এই সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ১১ ও ১২ আগস্ট আরব সাগরে মহড়া চালাবে। একই সময়ে পাকিস্তান নৌবাহিনীও অনুরূপ মহড়ার জন্য নিজস্ব নোটাম (Notice to Airmen) জারি করেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী তাদের মহড়া গুজরাটের পোরবন্দর এবং ওখা উপকূলে পরিচালনা করবে। আরব সাগর সামুদ্রিক বাণিজ্য রুটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই মহড়া আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ।
এর আগে গত মাসে ভারতীয় বিমান বাহিনী ভারত-পাকিস্তান সীমান্তে বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করেছিল। ভারতের বিমান বাহিনী প্রধান অমর প্রীত সিং সম্প্রতি জানান, মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের সময় ভারতীয় সশস্ত্র বাহিনী পাঁচটি পাকিস্তানি জেট এবং একটি গোয়েন্দা বিমান ভূপাতিত করেছে।
Comments