Image description

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় পদ্মা শাখা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভাটির দিকে ভেসে যাওয়ার সময় আধা ঘণ্টার চেষ্টায় মাঝিমাল্লাসহ ৩ জনকে উদ্ধার করেছেন। তবে নৌকা ও মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খেয়া ঘাটের উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া স্থানীয় রবিউল বলেন,আমরা তিনজন লোককে নৌকাডুবির পর ভেসে যেতে দেখি। পরে খেয়াঘাটে হতে নৌকা নিয়ে গিয়ে তাদের দ্রুত উদ্ধার করি। তিনি আরো বলেন এখানে প্রায়ই নৌকাডুবি ঘটনা ঘটছে।

বাজারের দোকানদার রুবেল হালদার বলেন,প্রবল স্রোতে নদীর পাশের দোকানগুলো নদী ভাঙ্গনের আতঙ্কে রয়েছে, তাছাড়া খেয়া ঘাটে নদীর ঘূর্ণির কারণে প্রায় নৌকা ডুবির দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা বলেন, বর্ষার মধ্যে মুন্সীগঞ্জ চর অঞ্চলের মানুষ পদ্মা নদী পারি দিতে গিয়ে খেয়া পারাপারের আতঙ্ক রয়েছে। দক্ষিণপাড়ের হাজারো মানুষ, অতিরিক্ত স্রোতে শিশু থেকে বৃদ্ধরা মৃত্যু হাতে নিয়ে তারা নদী পারাপার হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।

দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রচন্ড স্রোতের কারণে একটি গাছ বোঝাই ট্রলার গাছসহ ডুবে গেছে। তবে স্থানীয়রা ওই ট্রলারের মাঝি-মাল্লাদের উদ্ধার করতে সক্ষম হলেও ট্রলারে থাকা গাছগুলো তলিয়ে গেছে।