কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

যশোরের কেশবপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খোরশেদ আলী গাজী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) সকাল ৭টার দিকে চুকনগর-যশোর সড়কের মঙ্গলকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলকোট গাজীপাড়া গ্রামের বাসিন্দা খোরশেদ আলী গাজী সকালে তার ভ্যানে যাত্রী নিয়ে কেশবপুর বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে আলতাপোল বারোইপাড়া নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী বাইসাইকেলের সঙ্গে তার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খোরশেদ আলী মাথায় গুরুতর আঘাত পান এবং তার ডান মুখের অংশ ছিলে যায়। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে খোরশেদ আলীর স্বজনরা ছুটে এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান। দুর্ঘটনার পর বাইসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত খোরশেদ আলী তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। এই আকস্মিক মৃত্যুতে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মামলা বা আইনি পদক্ষেপের তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুতগামী যানবাহন নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
Comments