Image description

যদি অন্তর্বর্তী সরকার সন্ত্রাস দমনে কঠোর না হয়, তাহলে আসন্ন জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি মনে করেন, এই সরকার দেশকে সঠিক পথে চালিত করলেও সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে।

রোববার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অবদান থাকলেও সন্ত্রাস দমনে ব্যর্থতা সবকিছুকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে। তিনি হুঁশিয়ারি দেন যে, সরকার যদি এখনই সন্ত্রাস দমনে কঠোর না হয়, তাহলে আসন্ন নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে।

মাওলানা ইউনুস আহমদ বলেন, গত এক বছরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্কার করা হয়নি। পুলিশের পোশাক পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তনের কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন যে, বেশিরভাগ পুলিশ সদস্য ফ্যাসিবাদী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত এবং তাদের অসহযোগিতা সত্ত্বেও বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার আনা হয়নি। মাত্র কয়েকজন দাগি আসামিকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে 'ফ্যাসিবাদীদের দোসররা' বহাল তবিয়তে আছে, যার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে উৎসবমুখর নির্বাচনের যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, তা পূরণ হবে না। তিনি উদাহরণ হিসেবে ঢাকার নিউমার্কেটে দেশি অস্ত্রের বিশাল মজুত পাওয়ার কথা উল্লেখ করেন, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, "সরকার আওয়ামী লীগ ও ভারতকে মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার ফলাফল ভয়াবহ হতে পারে।" 

তিনি সরকারকে দ্রুত সন্ত্রাস দমনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, "সরকারের প্রধান কাজ হিসেবে সন্ত্রাস দমনকে বিবেচনা করে পুরো শক্তি নিয়োগ করেন। অন্যথায় পরাজিত শক্তি নৃশংস মরণকামড় দিয়ে বসতে পারে।" তিনি বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।