Image description

গাজীপুরের শ্রীপুরে ১১ বছরের বয়সী পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বাবা চার জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্তরা উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়লপাড়া এলাকায় শফিকুল ইসলাম হায়দার (৫০), জসিম উদ্দিন (৩০), বাবলু মিয়া (২৫), সাব্বির আহম্মেদ (২০)।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা অনুমান পনের দিন আগে স্কুল থেকে ফেরার সময় পথ আগলে ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পড়ে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রায়ই ধর্ষণ করতো। সবশেষ গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভিকটিম স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে অভিযুক্তরা ভিকটিমকে তুলে নিয়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে শিক্ষার্থীকে অচেতন অবস্থায় জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায়। স্কুল থেকে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে শুরু করে। এক পর্যায়ে জঙ্গলের পাশ থেকে উদ্ধার করে বাড়িতে নেয়। জ্ঞান ফিরে এলে ভিকটিম ঘটনার বিস্তারিত তার পরিবারকে জানায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

শিক্ষার্থী তার বাবা-মাকে জানায়, অভিযুক্তরা তাকে ভিডিও দেখিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। তার নিকট পনের হাজার টাকাও দাবি করে। ভিডিও দেখলে তার বাবা-মা এক লাফে মরে যাবে। ভয়ে সে বিষয়টি গোপন রাখে।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।