Image description

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। একইসঙ্গে তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও হত্যার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ শহরের চোরাস্তা মোড় 'সিরাজগঞ্জ প্রেসক্লাব' এর  সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন-অর-রশিদ খান হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহ-সভাপতি হিরক গুণ, কার্যকারী সদস্য নুরুল ইসলাম বাবু, সাবেক আহবায়ক সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সহ-সভাপতি এস এম তফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ ও জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যা শুধু একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বড় হুমকি। তারা গাজীপুরসহ সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নেরও আহ্বান জানান।