গলাচিপায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে হত্যাচেষ্টায় গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদে গলাচিপায় মানববন্ধন করেছেন উপজেলার কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে সারাদেশে চলমান সাংবাদিক নির্যাতন, নিপীড়ন ও হুমকির প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। সোমবার (১১ আগস্ট) সকাল ৯টায় গলাচিপা থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “স্বাধীন দেশে সাংবাদিকদের এভাবে হত্যা ও হত্যাচেষ্টায় আহত করা অত্যন্ত উদ্বেগজনক ও লজ্জাজনক। সংবিধান সাংবাদিকদের তথ্য সংগ্রহ, প্রচার ও মতপ্রকাশের অধিকার দিয়েছে। এই অধিকার কেউ হুমকি দিয়ে কেড়ে নিতে পারে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, নইলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যাবে।”
বক্তব্য দেন— দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মু. খালিদ হোসেন মিলটন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. হারুন অর রশিদ, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. নাসির উদ্দিন, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সাইমুন রহমান এলিট, দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি ইশরাত হোসেন মাসুদ, এশিয়ান টিভির পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি মো. জসিম উদ্দিন, ৭১ টিভির প্রতিনিধি সাকিব হাসান, আনন্দ টিভির প্রতিনিধি মো. সোহেল আরমান, মোহনা টিভির প্রতিনিধি সোহাগ রহমান এবং দৈনিক স্বাধীনতার প্রতিনিধি মো. হাফিজ উল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন— দৈনিক সমকালের প্রতিনিধি মো. কাওসার আহমেদ, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মুনতাসীর মামুন, মাই টিভির প্রতিনিধি হাসান এলাহী, বিজয় টিভির প্রতিনিধি আহসান উদ্দিন জিকু, এশিয়ান টিভির প্রতিনিধি সাব্বির আহমেদ ইমন, চ্যানেল এস-এর মো. উজ্জ্বল মিয়া, দৈনিক মানবকণ্ঠের মো. আল মামুন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মাজহারুল ইসলাম মলি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আরেফিন লিমন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মো. হাফিজ, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি মিঠুন চন্দ্র পাল, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. নেছার উদ্দিন এবং দৈনিক জনবাণীর প্রতিনিধি শিশির রঞ্জন হাওলাদারসহ স্থানীয় সকল সাংবাদিক।
Comments