Image description

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। হত্যাকারীদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হলেও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে।” তারা এই ঘটনার জন্য জরুরি ও দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়নের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, “এই দাবি পূরণ না হলে সাংবাদিক সমাজের আন্দোলন অব্যাহত থাকবে।”

বক্তারা আরও জানান, “মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচিত সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

এই মানববন্ধনের মাধ্যমে সাংবাদিক সমাজ তুহিন হত্যার বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।