
জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে বলেছেন যে, এনসিপি যেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, কারণ এর মাধ্যমে তারা নির্বাচনে জয়ী হতে পারবে।
তিনি বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং নৌকা প্রতীকও তাদের নেই। এনসিপি যদি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে, তাহলে গ্রামের অনেক মানুষ, যারা নৌকাকে বঙ্গবন্ধুর দল মনে করে, তারা ভোট দেবে। এতে এনসিপি জিতে যাবে এবং এরপর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দিতে পারবে।"
মাহবুব কামাল আরও বলেন, গ্রামের সাধারণ মানুষ রাজনীতির জটিলতা বোঝেন না। তারা কেবল নৌকা প্রতীকের সঙ্গে তাদের দীর্ঘদিনের আবেগকে যুক্ত করে ভোট দেন।
তিনি মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলার চেষ্টার সমালোচনা করে বলেন, "মানুষের জীবন কিছু স্মৃতির সমষ্টি। স্মৃতি না থাকলে মানুষ জড় পদার্থের সমান। আপনারা আমাদের সেই মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে দিতে চাচ্ছেন, যা অবাস্তব একটি ধারণা।"
Comments