সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়াবাসহ গ্রেপ্তার

চট্টগ্রামের সন্দ্বীপে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য শরাফত আলী শামীম (৪৯) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।শনিবার (১১ আগস্ট ২০২৫) ভোর ৪টা ২৫ মিনিটে সন্দ্বীপ থানাধীন বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আবুল হাসেম মাস্টারের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শরাফত আলী শামীম ওই এলাকার বাসিন্দা এবং বাউরিয়া ৩ নম্বর ওয়ার্ডের হাসেম মাস্টারের বাড়ির সন্তান। তার পিতা আবুল হাসেম মাস্টার এবং মাতা শামছুন্নাহার।
পুলিশ জানায়, শরাফত আলী শামীম দীর্ঘদিন ধরে অপরাধ জগতে সক্রিয় এবং তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে তিনি আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য হিসেবে পরিচিত।
সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। তদন্ত শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, এমন অপরাধীদের গ্রেপ্তার আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখবে।
Comments