
নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় সাদিপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন সাদিপুর গ্রামের মানু খাতুন (৫৬) এবং তার নাতি আল আমিন (৮)। আল আমিন তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে মানু খাতুন তার নাতি আল আমিনকে নিয়ে গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যায় ওই পুকুরে তাদের দুজনের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে নূর মোহাম্মদের বাড়িতে নিয়ে আসেন। পুলিশের অনুমতি নিয়ে রাতেই তাদের দাফন সম্পন্ন হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরের গভীর পানিতে নেমে তাদের মৃত্যু হয়েছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না, তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি দাফন করা হয়েছে।
Comments