Image description

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে রোববার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (আফাদ) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১।

আফাদ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে। অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এর মাত্রা ৬.১৯ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে উল্লেখ করেছে।

ভূমিকম্পের ফলে বালিকেসির প্রদেশের সিনদিরগিতে বেশ কিছু ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। সিনদিরগির মেয়র সেরকান সাক জানান, শহরের কেন্দ্রে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপ থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছেন, জরুরি উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, তুরস্ক কয়েকটি ভূতাত্ত্বিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় এটি ভূমিকম্পপ্রবণ একটি দেশ। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৫৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।