রাতের মধ্যে ছাত্রদলের কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে 'জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি' বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।
উমামা ফাতেমা বলেন, গত বছর ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। তিনি বলেন, গত বছর ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর পর ছাত্ররা ক্যাম্পাসকে ছাত্রলীগমুক্ত করার সাহস পেয়েছিল। কিন্তু এক বছর না যেতেই গুপ্ত রাজনীতি এবং প্রকাশ্যে কমিটি গঠনের চর্চা শুরু হয়েছে, যা তিনি 'জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেঈমানি' হিসেবে দেখছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, আজকের মধ্যে কমিটি স্থগিত না হলে শিক্ষার্থীরা কঠোর পদক্ষেপ নেবে।
Comments