Image description

লক্ষ্মীপুরের রামগতিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, চারজনের অবস্থাই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দিবাগত রাতে দগ্ধ অবস্থায় তাঁদের জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন আমজাদ (৫০), ফারুক (৪০), আবুল খায়ের (৩২) ও গনি খাঁ (৫০)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। 

দগ্ধদের সবার শরীরের দগ্ধের পরিমাণ বেশি থাকায় তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসক।