Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতকে আবারও অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই হুমকির পর ভারতের পাশে দাঁড়িয়ে রাশিয়া অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র তাদের ওপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এসব হুমকি দিয়ে বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে, যা তারা বৈধ মনে করেন না। তিনি আরও বলেন, সার্বভৌম দেশগুলোর নিজেদের জাতীয় স্বার্থ অনুযায়ী বাণিজ্যিক অংশীদার বেছে নেওয়ার অধিকার আছে।

এদিকে, ট্রাম্প আগামী শুক্রবার থেকে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা দেশগুলোর বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তনের ইঙ্গিত দেননি।

ট্রাম্পের হুমকিকে ভারত সরকার 'অযৌক্তিক' আখ্যা দিয়ে বলেছে, তারা নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। রয়টার্সের সূত্র অনুযায়ী, ট্রাম্পের হুমকি সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে। ইতোমধ্যে ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন, যা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।