Image description

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে। আগেই ঘোষিত ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি এবার এই অতিরিক্ত কর যুক্ত হলো।

মার্কিন সিদ্ধান্তকে ‌‘অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, ‘আমাদের জ্বালানি আমদানি বাজারের প্রেক্ষাপটে নির্ধারিত হয় এবং এটি ভারতের ১৪০ কোটির জনগণের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার বৃহত্তর লক্ষ্যে করা হয়েছে। বেশ কয়েকটি দেশ জাতীয় স্বার্থে একই রকম পদক্ষেপ নিচ্ছে, অথচ শুধুমাত্র ভারতকে লক্ষ্য করে শুল্ক আরোপ দুঃখজনক।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আবারও জোর দিয়ে বলছি, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসেই চীনে সফর করতে যাচ্ছেন সাত বছরের মধ্যে যা হবে তার প্রথম বেইজিং সফর। সেই সঙ্গে, ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক এমনিতেই বহু বছরের মধ্যে সবচেয়ে সংকটপূর্ণ অবস্থায় আছে। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর এই টানাপোড়েন আরও বেড়েছে।

হোয়াইট হাউসের এই শুল্ক সংক্রান্ত পদক্ষেপ সোমবার প্রথম ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এর আগে ট্রাম্পের প্রধান কূটনৈতিক দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেন, যেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে রাজি করানোর চেষ্টা করেন তিনি।

ট্রাম্প রাশিয়ার ওপর আরও উচ্চমাত্রার শুল্ক ও তাদের মিত্রদের বিরুদ্ধে গৌণ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি না হন। এই প্রেক্ষাপটেই এবার ভারতকেও এই শুল্কের আওতায় আনা হলো।