Image description

কুষ্টিয়ার ভেড়ামারা থানার হাউখালী গ্রামে র‌্যাবের অভিযানে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) মধ্যরাতে হাউখালী মোড় এলাকায় এই অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে হাউখালী মোড় থেকে প্রায় ৫০ মিটার পশ্চিমে, ভেড়ামারা থেকে আল্লাহরদর্গাগামী পাকা রাস্তার ডান পাশে ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগানটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।