Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য বোরহান উদ্দিন আহামেদকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গতকাল রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারের বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি আমি অবগত নই।"

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন আহামেদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বর মাসে নবীনগরের কনিকারা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ঘটনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলারই এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।