Image description

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কেশুয়া টিনের হাটে বাসের ধাক্কায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি বরমা ইউনিয়ন শাখার সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান (৩৫) নিহত হয়েছেন। সোমবার (৪ আগস্ট) দুপুর ১ টার দিকে বরকল-বরমা- বৈলতলী সড়কের কেশুয়া রাস্তার মাথা টিনের হাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় টিপু সুলতান মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন। বৈলতলী বরমা লাল বোর্ড নামে একটি লোকাল বাস গাড়ি টিপু সুলতানের  মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনার খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করেন এবং দুর্ঘটনাকবলিত বাসটিকে ভাঙচুর করেন। চন্দনাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বাস দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের নেতা কিনা জানি না। ঘটনার পর অনেকে উত্তেজিত হয়ে পড়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।