Image description

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, পুলিশ ও প্রশাসন ঠিকমতো কাজ করছে না, কারণ তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো (স্ট্রাকচার) ভেঙে পড়েছে।

রোববার (৩ আগস্ট) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শুধু ভোটের জন্য নেতা হওয়া নয়, বরং সঠিক পথে জনগণকে চালিত করাই একজন নেতার দায়িত্ব। যদি তা না হয়, তাহলে দেশের পুরো কাঠামো ভেঙে পড়বে, যা এক বছরে ঠিক করা সম্ভব নয়।

সাখাওয়াত হোসেন আরও বলেন, "আপনারা প্রায়ই শুনেন, পুলিশ-প্রশাসন ঠিকমতো কাজ করছে না। তারা কাজ করবে কী করে, কারণ স্ট্রাকচারটাই শেষ।" তিনি পরামর্শ দেন, ন্যায্য দাবি-দাওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করার পরও যদি কোনো সমাধান না হয়, তাহলে তার মন্ত্রণালয়ের দরজা সবার জন্য খোলা আছে।

সভা শেষে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২২ জনের হাতে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।