Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা গ্রামে একটি মন্দিরে সন্ন্যাসী বেশে চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর ২টা ২৫ থেকে ২টা ২৮ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চাঞ্চল্যকর এই চুরির ঘটনা প্রকাশ পায়।

ঘটনাটি ঘটেছে প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাসের ব্যক্তিগত মন্দিরে। সিসিটিভি ফুটেজ দেখা গেছে, সন্ন্যাসী বেশে আগত এক ব্যক্তি সাদা ধুতি পরা, মাথায় ধুতি পাগড়ির মতো পেঁচানো এবং কাঁধে ঝোলা নিয়ে মন্দিরে প্রবেশ করেন। মাত্র দুই মিনিটে তিনি কাঁসা ও পিতলের তৈরি বিগ্রহ, তৈজসপত্র, কাঁসার ঘণ্টা এবং মন্দিরের প্রণামির নগদ টাকা চুরি করে পালিয়ে যান। তিনি প্রকাশ্যে বাড়ির অন্য মানুষের সামনে দিয়ে হেঁটে গেলেও কেউ তাকে সন্দেহ করেনি।

কৃষ্ণ চন্দ্র দাস জানান, “হিন্দু বাড়িতে সন্ন্যাসীরা প্রায়ই কীর্তন করতে আসেন, তাই তাদের ওপর সন্দেহ করা হয় না। কিন্তু এই ব্যক্তি নিঃশব্দে ঘরে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে এসেছিলেন।” 

কৃষ্ণ চন্দ্র দাস আরও বলেন, সন্ধ্যায় প্রার্থনার সময় তৈজসপত্র ও পিতলের জিনিসপত্র খুঁজে পাওয়া যায়নি। এরপর সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়। তিনি এ ঘটনায় সোমবার সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা জানিয়েছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। 

উল্লেখ্য, এর আগে রোববার সীতাকুণ্ডের ভোলা গিরি সেবাশ্রমে এক যুবক মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র চুরি করে পালিয়েছিল।