বাহুবলে ফুটবল খেলাকে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।রবিবার সন্ধ্যায় স্নানঘাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকালে স্নানঘাট ইউনিয়ন পরিষদের মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা চলাকালীন স্নানঘাট গ্রামের চাঁন মিয়া মেম্বার ও তাহির মেম্বারের গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, মুর্শেদ মিয়াসহ দুজন গুরুতর আহত অবস্থায় সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় এলাকাবাসী ও শালিসদের প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
Comments