
মাদারীপুরের রাজৈর উপজেলায় জাতীয় নির্বাচন কমিশনের নাম ব্যবহার করে চলাচলকারী একটি হাইয়েজ মাইক্রোবাস থেকে বিয়ারসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মো. মনিরুজ্জামান (৪৮), শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
রাজৈর থানা পুলিশ সূত্রে জানা যায়, রাতে দক্ষিণ বিদ্যানন্দী ইউনিয়নের তালপট্টি তিন রাস্তার মোড়ে পৌঁছালে একটি হাইয়েজ গাড়ির গায়ে জাতীয় নির্বাচন কমিশনের স্টিকার লাগানো দেখতে পান পুলিশ সদস্যরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৮ ক্যান বিয়ার (মদ) উদ্ধার করা হয়।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গাড়িটির গায়ে ভুয়া নির্বাচন কমিশনের স্টিকার লাগানো ছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে আজ শনিবার আদালতে পাঠানো হয়েছে।
Comments