
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামাবাড়ি থেকে ফেরার পথে একসঙ্গে দুই বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। তারা হলো- উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের অটোরিকশাচালক ছবীর মিয়ার মেয়ে নুসরাত জাহান (১২) ও ইসরাত জাহান মীম (৫)।
পরিবার সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে তারা দুই বোন মামার বাড়ি বুড্ডা থেকে কুচনী গ্রামের নিজ বাড়িতে ফেরার উদ্দেশে রওনা হয়। তবে বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান মেলেনি।
এদিকে দুই বোনের নিখোঁজের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার শিশুদের বাবা ছবীর মিয়া সরাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন। সন্তানদের খুঁজে পেতে প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী জানান, শুক্রবার দুপুরে নিখোঁজ শিশুদের বাবা জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আমাদের মতো চেষ্টা করছি। তারাও চেষ্টা করছে।
Comments